আলো ডেস্ক : পাবনার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখা’র যৌথ উদ্যোগে মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২২ খ্রি. পাবনা সদর থানার হেমায়েতপুরে গ্রেনগ্লাস ফ্যাক্টরিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওরস্যালাইনের উপাদানের অনুমোদিত পরিমাণের সাথে পার্থক্য থাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত এবং গোয়েন্দা শাখা মানবদেহের জন্য ক্ষতিকর সন্দেহে যৌন উত্তেজক সিরাপসহ ৪ ধরনের সিরাপ রাসায়নিক পরীক্ষার জন্য জব্দ করেন। পরবর্তীতে ল্যাব পরীক্ষার রিপোর্ট আসলে কোম্পানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।