পাবনা প্রতিনিধি ॥ পাবনায় র্যাবের অভিযানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো পাবনা জেলার সুজানগর থানার ভবানীপুর গ্রামের মৃত হোসেন আলী খানের ছেলে মো. টুটুল খান (৪৫), একই গ্রামের মৃত সুদেব কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৩৯), দেবেন্দ্রনাথ কর্মকারের ছেলে দিলীপ কুমার কর্মকার (৪৪), আতাইকুলা থানার পাটোয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আব্দুস সাত্তার (৫৯) ও একই থানার ফারাতপুর গ্রামের মৃত জাবেদ আলী খানের ছেলে মো. রইচ উদ্দিন খান (৫২)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪’ এপ্রিল) ২০২২ খ্রি. দুপুর সোয়া ১ টার দিকে র্যাবের একটি বিশেষ দল পাবনা জেলার সদর থানার নলদাহ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১১ ফেন্সিডিল, ৬টি মোবাইল, ৮টি সিমকার্ড নগদ ১ লক্ষ ২৫ হাজার ৩শ টাকাসহ ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যহত থাকবে।