জয়পুরহাটের নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন

শেয়ার করুন

মু্ক্তচেতনা ডেস্ক : জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে সোমবার (১৮ এপ্রিল) ২০২২ খ্রি. নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র (প্রস্তাবিত) এর শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, তদন্ত কেন্দ্র তৈরি করতে আপনাদের প্রত্যেকের অবদান রয়েছে। যারা এই তদন্ত কেন্দ্র তৈরি করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের প্রত্যাশিত মানের পুলিশ বাহিনী গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সেই রকম নির্দেশা অনুযায়ী পুলিশকে জনবান্ধব হতে হবে। জনগণের ট্যাক্স-এর পয়শায় পুলিশ বেতন পায়, শুধু পুলিশ না সকল প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের টাকায় বেতন পায়। রাষ্ট্রের সকল প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারী জনগণের সেবায় নিয়োজিত। সুতরাং পুলিশ বাহিনী তাদেরকে প্রত্যাশিত সেবা পৌঁছে দিতে হবে। রাষ্ট্রের মূল কাজ হলো জনগণের সেবা করা। এই তদন্ত কেন্দ্র হবার ফলে এলাকার মান-মর্যাদা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে যাবে, ব্যবসায়িক নিরাপত্তা বাড়বে । প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। সোনার বাংলা মানে, যে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ, সুশাসন নিশ্চিত, মানুষের চলালের অধিকার নিশ্চিত, একটি সুন্দর সভ্য সমাজ ব্যবস্থার সব কিছুর সম্বলিত মিশ্রণ হলো সোনার বাংলা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল শহীদ মন্ডল, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো বরমান হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল আলম পিন্টু, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন। এছাড়াও অনুষ্ঠানে গুণীজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *