পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় বাউশগাড়ি বধ্যভূমিতে ১৯৭১ খ্রি. পাকিস্তানী হানাদার বাহিনীর নির্বিচারে গুলিতে নিহত প্রায় ৮’শ শহীদ স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও স্বরণে ৭১ প্রজন্ম পাবনা নামক সংগঠনের ব্যানের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সাথে বাউশ গাড়ি শহীদদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন তেলোয়াত ও সকল শহীদ স্বরণে উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করেন।
শনিবার (১৪’ মে) বেলা ১১ টায় বাউশগাড়ি বধ্যভূমির পাশে রুপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার এস এম জামাল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ ও ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান মো. জরিফ আহম্মেদ মাস্টার।
এ সময় আরও বক্তব্য দেন পাবনা জেলা ও সাঁথিয়া উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।