উত্তরণ দুই বাংলা রবীন্দ্র-নজরুল কবিতা উৎসব অনুষ্ঠিত

শেয়ার করুন

শহর প্রতিনিধি : উত্তরণ দুই বাংলা রবীন্দ্র-নজরুল কবিতা উৎসব শনিবার (২৮’ মে) বিকেলে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে ও আবৃত্তিকার আসাদ বাবু এবং সৈয়দা জহুরা ইরা’র সঞ্চালনায় কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন রানা গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আমিন বিশ্বাস রানা।

প্রধান আলোচকের আলোচনা করেন উত্তরণ পাবনার উপদেষ্টা অধ্যক্ষ এনামুল হক টগর। সম্মানিত অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবুল কাশেম, দৈনিক সিনসা সম্পাদক ও উত্তরণ পাবনার উপদেষ্টা এস এম মাহবুব আলম।
আমন্ত্রিত অতিথি’র বক্তব্য দেন ভারতের কবি ও বাচিক শিল্পী পুষ্পিতা চট্টোপাধ্যায়, কবি মানিক দে, কন্ঠশিল্পী মাধবী মজুমদার, বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার, কবি ও সংগঠক রেহানা সুলতানা শিল্পী, মুক্তদৃষ্টি সাহিত ও সংস্কৃতি পরিষদ সভাপতি লেখক সাংবাদিক শফিক আল কামাল, মিডিয়া এসোসিয়েন পাবনার সভাপতি মো. সুমন আলী, উত্তরণ পাবনার নীলফামারী শাখার সভাপতি কবি ও আবৃত্তিকার সেলিনা সাথী।

এ সময় আরও বক্তব্য দেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলার ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, ওসাকা’র পরিচালক মাজহুারুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য দেন উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

উৎসবে দলীয় কবিতা আবৃত্তি করেন দুই বাংলার কবি লেখক আবৃত্তি শিল্পীবৃন্দ। এছাড়াও কবিতা আবৃত্তি করেন কবি আব্দুল হালিম বাচ্চু, ফিরোজা খান রিটায়ার্ড, অঞ্জলি ভৌমিক, সিনসার চিফ রিপোর্টার আব্দুল কাদের মাষ্টার, কবি মমতাজ রোজ কলি, জান্নতুল ফেরদৌস অনি, শরীফা বিনতে নাবা। ওপার বাংলা ও স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে আগত অতিথিবৃন্দের হৃদয় জুরান।

কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা খন্দকার, কবি ও গল্পকার আজিজা পারভীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর চৌধুরী, রওশন আরা রুশো, খান আনোয়ার, অশ্রু সাগর আনোয়ার, যাযাবর জিয়া, রফিদ আহম্মেদ, রুদ্র বিশ্বাস, শ্রাবন্তী মায়া, মাসুদ হাসান রনি, মরিয়ম বেলারুশি, রনি বিশ্বাস।

কবিতা উৎসবে পাবনার বিভিন্ন সংগঠনের সাংস্কৃতি ব্যক্তিত্ব, সুধীজন, গণমাধ্যম কর্মি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *