অনন্য কথা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যাত্রা শুরু

শেয়ার করুন

শহর প্রতিনিধি : গুণীজন সম্মাননা, শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং সেচ্চাসেবামূলক কার্যক্রম একধাপ এগিয়ে নিতে অনন্য কথা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠনের মধ্যেদিয়ে যাত্রা শুরু হয়।

সোমবার (৩০ মে) বিকেলে শালগাড়িয়া ঢাকা রোড ড্রীম প্যালেস কার্যালয়ে এক আলোচনা সভার মধ্যেদিয়ে বাংলাদেশ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন কে আহবায়ক, স্বর্ণ পদকপ্রাপ্ত কবি গল্পকার বেগম ফিরোজা খাঁন যুগ্ম আহবায়ক ও আবৃত্তিকার আসাদ বাবুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্য যারা রয়েছেন যুগ্ম আহবায়ক লেখক গবেষক ড. মনছুর আলম, সদস্য সমাজ সেবক বর্ণা খাতুন, কবি গল্পকার আজিজা পারভীন, সহকারী অধ্যাপক নীহার আফরোজ জলি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলুল করিম বাচ্চু, কবি আবৃত্তিকার মমতাজ রোজ কলি, কবি প্রাবন্ধিক সাংবাদিক শফিক আল কামাল, পাবনার আলো ও অনন্য কথা সম্পাদক মাহফুজ আলী কাদেরী।

পাবনা জেলায় জন্মগ্রহনকৃত বিভিন্ন সময়ে যারা জাতীয় আন্তঃর্জাতিক পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন তাঁদেরকে সম্মানিত করা এবং শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এবং বিকাশে এ কমিটি আন্তরিকতার সাথে কাজ করে যাবে সিদ্ধান্ত গৃহিত হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *