থিয়েটারের নতুন নাটক পোহালে শর্বরী মঞ্চায়ন

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : থিয়েটারের নতুন নাটক ‘পোহালে শর্বরী’র উদ্বোধনী মঞ্চায়ন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুক্রবর (১’জুলাই) ২০২২ খ্রি. বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়। থিয়েটারের ৪৭তম প্রযোজনাটির প্রথম ৪টি অভিনয়ের শুক্র শনিবার দুইদিন ব্যাপী মঞ্চায়ন হবে। নাটকটির অভিনয় সময়সীমা ১ ঘন্টা ২০ মিনিট।

দেড়-দু’হাজার বছরের আশেপাশে এক কালখ-ে রাজবংশের উত্তরাধিকারের সংকটে নারীকে তার কামনা-বাসনার কোনও মূল্য না দিয়ে নিছক সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে বিবেচনা করার এক কাহিনী বিধৃত হয়েছে এ নাটকে। তার পাশাপাশি রয়েছে ধর্মের অনুশাসন ও রাজনীতির কূটকৌশলÑযার শিকার হয়েছে একইভাবে পুরুষও। সুরেন্দ্র বর্মা রচিত এ হিন্দি নাটকটির বাংলা অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক।

‘পোহালে শর্বরী’র নির্দেশক রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশক ত্রপা মজুমদার। এ প্রযোজনার একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক চরিত্রের জন্যে দু’জন করে অভিনেতা তৈরি করা হয়েছে। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেন্ড্রি সেন, পোশাক পরিকল্পনা করেছেন ফেরদৌসী মজুমদার এবং আবহ সংগীত পরিকল্পনা তানভীর আলম সজীবের।

‘পোহালে শর্বরী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানভীন সুইটি, আপন আহসান, তানজুম আরা পল্লী, নূরে খোদা মাশুক সিদ্দিক, শেকানুল ইসলাম শাহী, ত্রপা মজুমদার, সামিয়া মহসীন, নাজমুন নাহার নাজু, রবিন বসাক, রাশেদুর রহমান, জোয়ারদার সাইফ, মুশফিকুর রহমান, তানভীর হোসেন সামদানী, সামিরুল আহসান, গুলশান আরা মুন্নী, মাহমুদা আক্তার লিটা ও অন্যান্যরা।

এ প্রযোজনায় পৃষ্ঠপোষকতা করেছে বেঙ্গল গ্রুপ, চ্যানেল আই ও কথাপ্রকাশ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *