সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌরসভার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ঈদ-উল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, ফারুক হোসেন, তাইজুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী।
এ দিন পৌরসভা কৃর্তৃক ঘোষণাকৃত শুন্য থেকে ৪৫ দিনের মধ্যে যে সকল সন্তানদের জন্ম নিবন্ধন করা হয়েছে তাদের আগমন উপলক্ষে নতুন অতিথি হিসেবে ফ্রি জন্ম নিবন্ধনের সাথে ৫শত টাকা পুরস্কার ও একটি করে গাছের চারা প্রদান করা হয়।