নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর মহানগরীতে একটি বিদেশী অস্ত্র ও গুলিসহ মো. আল রিয়াদ (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সে নগরীর রানীনগর (সাধুরমোড়) বোয়ালিয়া থানাধীন মো. নাজিরুল ইসলামের ছেলে।
র্যাবÑ৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর মহল্লা মোঃ আল রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে।
এমন গোপন সাংবাদের ভিত্তিতে ১২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর মহল্লা মো. আল রিয়াদ (৩০), পিতা-মো. নাজিরুল ইসলাম এর বাড়িতে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ ব্যক্তি পালানোর চেষ্টাকালে হাতেনাতে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দুইতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ির শয়ন কক্ষে খাটের জাজিমের নিচে অভিযান পরিচালনা করে এ সময় আটককৃতর নিজ বসত বাড়িতে অপারেশন পরিচালনা করে একটি বিদেশী পিস্তুল (আগ্নেয়াস্ত্র), একটি পিস্তুলের ম্যাগজিন ৩ রাউন্ড পিস্তুলের গুলি, ০১টি লোহার হাতুড়ি ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।