ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মিলিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

শেয়ার করুন

মুক্তচেতনা ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সমাজবিজ্ঞানী, মানবাধিকার তাত্ত্বিক ও নজরুল গবেষক মু. নজরুল ইসলাম তামিজী এবং ভারতের কণ্ঠশিল্পী রানা মুখার্জিকে সভাপতি এবং কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কণককে সাধারণ সম্পাদক করে ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মিলিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) ২০২২ খ্রি. সন্ধ্যায় রাজধানী ঢাকা’র হোটেল মিডনাইট সানে এ কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি নির্বাচিত হলেন দৈনিক বাংলার চোখের সম্পাদক কবি ও সাংবাদিক আবু হানিফ হৃদয় (বাংলাদেশ), শিশু সাহিত্যিক তারাশঙ্কর চক্রবর্তী (ভারত), অ্যাড. ইব্রাহিম খলিল মজুমদার (বাংলাদেশ), নজরুল গবেষক দীপা দাস (ভারত), প্লানচেট লেখক কাপ্তান নূর (বাংলাদেশ), দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি ও সাংবাদিক অশোক ধর (বাংলাদেশ), দৈনিক পাবনার আলো’র সম্পাদক মাহফুজ আলী কাদেরী (বাংলাদেশ), নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মুসলিমা জাহান ময়না (বাংলাদেশ), লেখক গবেষক আমির হোসেন (বাংলাদেশ), কবি ও ডাক্তার এস দাস (বাংলাদেশ), লেখক সাংবাদিক আমিনুল রানা (বাংলাদেশ)।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ড. বিপ্লব মন্ডল (ভারত), কবি বাপ্পি সাহা (বাংলাদেশ), আবৃত্তি শিল্পী অস্মিতা গাঙ্গুলী (ভারত), কবি ও আইনজীবী অনামিকা চৌধুরী (বাংলাদেশ)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন কবি ও আবৃত্তি শিল্পী ড. দ্যুতি দত্ত গুপ্ত (ভারত), কবি ইকবাল হোসেন (বাংলাদেশ), কবি ও সাংবাদিক শফিক আল কামাল (বাংলাদেশ)। সাংস্কৃতিক সম্পাদক পদে কন্ঠশিল্পী শম্পা হালদার (ভারত), অভিনেত্রী ও কণ্ঠশিল্পী রওনক বিসাকা শ্যামলী (বাংলাদেশ), প্রকাশনা সম্পাদক পদে প্রকাশক মাসুদুল হক (বাংলাদেশ), কবি তমা কর্মকার (ভারত), প্রচার সম্পাদক পদে রাজদীপ (ভারত), সাহিত্য সম্পাদক পদে কবি দেবযানি, দপ্তর সম্পাদক পদে কন্ঠ শিল্পী তানিয়া দাস (ভারত) নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য সদস্যদের তালিকা আগামী ৩১ জুলাই প্রকাশ করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *