করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে পাবনায় পুলিশের মাক্সআপ কর্মসূচি

শেয়ার করুন

পাবনায় করোনা ভাইরাসের সংক্রমনের হার উর্ধমুখী হওয়ার কারণে জনসচেতনা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের মাক্সআপ পাবনা নামে প্রচার অভিযান কর্মসূচি পালন করা হয়। (২৪ জুন) বৃহস্পতিবার দুপুরে শহরের পাবনা প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের কর্মরত সকল সদস্য ও  বিভিন্ন সামাজিক সংগঠন জনসচতেনা বৃদ্ধির লক্ষে মানবন্ধন ও বিনামূল্যে মাক্স বিতরণ  কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। জেলার সর্বস্থরের সাধারন মানুষদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভিাগের দেয়া নির্দেশনা মেনে মাক্স ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

এ সময় উপস্থিত চিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবএিম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার, মাসুদ আলম, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা রিপোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারন সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহুরুল ইসলামসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই কর্মসূচি অংশ গ্রহণ করেন।

সম্প্রতি পাবনা জেলাতে করোনা ভাইরাসের সংক্রমনের হার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। পাশবর্তী নাটোর ও কৃষ্ঠিয়া জেলাতে করোনা ভাইরাস  সংক্রমনের হার বৃদ্ধির কারনে সেখানে লকডাউন দেয়া হয়েছে। প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতাল গুলোতে মানুষ মৃত্যু বরণ করছে। তাই এই পাবনার জেলার বসবাসকৃত মানুষদের করোনা সংক্রমনের হাত থেকে রক্ষার জন্য প্রত্যেককে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাক্স ব্যবহারের জন্য এই কর্মসূচি পালন করা হয়। এসময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে মাক্স ছাড়া বাহিরে আসা পথচারীদের মধ্যে বিনামূল্যে মাক্স বিতরণসহ তাদেরকে মাক্স পরিয়ে দেয়া হয়।

পাবনায় বর্তমানে করোনা সংক্রমনের হায় ১৩%। গত চব্বিশ ঘন্টায় ৬শত ৯৯ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ হয়েছে ৮৮ জন। জেলায় মোট পজেটিভ রোগীর সংখ্যা ৩হাজার ৮শত ৮৬ জন। চলতি মাসের গত এক সপ্তাহের করেনা পজেটেভ হয়েছেন ৪শত ৩৫ জন। এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করছে ২৩ জন। চলতি মাসে এখন পর্যন্ত করোনা পজেটেভ হয়েছে ৭শত ৫৭ জন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *