গ্রেইন ফুড কোম্পানির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গত রমজান মাসে সদর থানার হেমায়েতপুর পূর্বপাড়া এলাকার পিতা-মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুর রহমান এবং মো. সাইদুর রহমানের যৌথ মালিকানাধীন গ্রেইন ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে ভেজাল ঔষধ ও খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেইন ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানি হতে জব্দকৃত ফ্রুট সিরাপ ও শরবত জিনসিন রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে জানা যায়, গ্রেইন ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে প্রস্তুতকৃত ফ্রুট সিরাপ ও শরবত জিনসিন এর নামে যে সকল পানীয় প্রস্তত ও বাজারজাত করা হয় সে সকল পানীয় সম্পুর্নরুপে জনস্বাস্থের জন্য অধিক ক্ষতিকর ।

রাসায়নিক পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে গ্রেইন ফুড ইন্ডাস্ট্রিজ’র সত্ত্বাধিকারী মো. সাইফুর রহমান(৫২) এবং তার সহধর ভাই মো. সাইদুর রহমান(৫০) উভয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *