ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে ভুট্টা বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মুলাডুলির সরাইকান্দি নামক স্থানে ভুট্টা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৩৮৮০) থেকে মাদকের এ চালান জব্দ করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুজনের একজন জাকির হোসেন (৩৮) সিরাজগঞ্জের শাহাজাদপুরের মৃত আশরাফ আলীর ছেলে এবং অন্যজন রহিদুল ইসলাম (২৫) লালমনিরহাটের হাতিবান্ধা থানা এলাকার পশ্চিম বেজগ্রামের মো. আলিফ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সরাইকান্দি রাজশাহী-পাবনা হাইওয়েতে চেক তল্লাশি চৌকি বসান। এসময় ৩৭৮ বস্তা ভুট্টা নিয়ে একটি ট্রাককে চ্যালেঞ্জ করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৮৩০ গ্রাম গাঁজা, ৩৭৮ বস্তা ভুট্টা, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং নগদ চার হাজার ৮৫ টাকা জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় আরও জানান, দুই মাদক ব্যবসায়ী র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য পাবনাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এক্ষেত্রে তারা কৌশল হিসেবে পণ্যবোঝাই ট্রাকে করে গাঁজা পরিবহন করতেন। তিনি জানান, দুই আসামির বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।