নিজস্ব প্রতিনিধি : পাবনায় নানা আয়োজনে উৎযাপিত হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন ও নিম্ন আয়ের নারীদের মধ্যে ২ হাজার নগদ টাকা প্রদান করা হয়। সোমবার (০৮’ আগস্ট) ২০২২ খ্রি. পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলায় ৬৫ জনকে সেলাইমেশীন এবং ৩০ জনকে ২ হাজার করে টাকা দেয়া হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, গণপুর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন নাহার রেখা, শিক্ষাবিদ শহিদুল ইসলাম, ডিডি সমাজ সেবা রাশেদুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আম মামুন, ডিডি এলজি মোকলেছুর রহমান, ডিডি ইসলামিক ফাউন্ডেশন শামীমা শিরিন প্রমূখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সকাল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনাসভা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ নানা কর্মসুচী পালন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবমহিলা লীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।