শিক্ষা ব্যবস্থা জাতীয় করণে পাবনায় স্বাশিপের আলোচনা সভা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা কমিটির সভা রবিবার (৪ আগস্ট) বকেলে পাবনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক মো. তেলোয়াত হোসেন।

সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজন মাহমুদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মো. শাহজাহান আলী, অধ্যক্ষ শফিকুল ইসলাম বাবু, উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা কামাল জালাল, মো.এসএম মাহবুব আলম, মো. আকতারুজ্জামান, মো. ইফনুস আলী, মীর্জা মোশাররফ হোসেন, ড. আল আমিন, আসাদুজ্জামান খোকন প্রমূখ। সার্বিক মহযোগীতায় আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ মীর্জা মো. আশরাফুল ইসলাম।

সভা সুত্রে জানা যায়, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী শিক্ষাগ্রহন করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। দুঃখজনক বেসরকারি শিক্ষকেরা আজ অবহেলিত। বাংলাদেশের টেকসই উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে জাতীয় করণের বিকল্প নাই। শিক্ষক সমাজের দাবি আদায়ের জন্য শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়া। শিক্ষকদের দাবি বাস্তবায়নে সরকারের সাথে আলোচনা এবং দাবি আদায়ের জন্য আন্দোলনের বিষয় আলোচনা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *