দেশের উন্নয়নের ধারাবহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নাই— বীর মুক্তিযোদ্ধা পাকন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন বলেছেন, দেশের উন্নয়নের ধারাবহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। ২০০৮ সালের আগে যারা দেশ চালিয়েছেন তারা নারীদের কতটুকু উন্নয়নে কাজ করেছেন তা ভেবে দেখা দরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। নারীদের দিয়েছেন সর্বত্র সম্মানিত অগ্রাধিকার। পুলিশ, আর্মি, বিডিয়ার, বিমান বাহিনী থেকে শুরু করে সবক্ষেত্রে নারীরা আজ বীরত্বের সাথে কাজ করছেন। মহান আল্লাহ তালা তার পরেই মায়ের স্থান দিয়েছেন। অথচ আজ সে মায়েরাই বেশি অবহেলিত। মাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বাল্য বিয়ে রোধ করতে হবে। নারীদের প্রতি প্রধানমন্ত্রীর সুনজর আছে বলেই তারা সবক্ষেত্রে কাজের সুযোগ পাচ্ছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সূচনা সমাজ কল্যাণ সংস্থার সেমিনার কক্ষে “ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর বহুমাত্রিক ঝুকি, এখনই প্রয়োজন জরুরী পদক্ষেপ গ্রহণ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন পাবনা জেলা কমিটির আয়োজনে কমিটির সভাপতি সূচনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম‘র সভাপতিত্বে এবং নাজিরপুর মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিরা পারভীনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি সাবেক পিপি এ্যাড. বেলায়েত আলী বিল্লু, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার এবং সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম।

সেমিনারে আরও বক্তব্য দেন আসিয়াব পরিচালক মো. আব্দুস সামাদ, প্রগতি‘র নির্বাহী পরিচালক এম এ ছালাম, ওয়াইডাব্লিউসিএ জেনারেল সেক্রেটারী হেনা গোস্বামী, ফরিদপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসরিন পারভীন মুক্তি প্রমুখ। সেমিনারে বিশিষ্ট সমাজ সেবক হাজারী লুৎফুন নাহার, আটঘরিয়া উপজেলা পরিষদ‘র সাবেক ভাইস-চেয়ারম্যান মেহেরুনেসা শাহজাহান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, দৈনিক আজকের দর্পণ জেলা প্রতিনিধি মামুন হোসেন, কবি জেবুন্নেছা ববিন, কবি বেগম ফিরোজা খান, মুক্ত দৃস্টি সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ রোজ কলি, এনজিও নেত্রী আলেয়া ইয়াসমিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, টেলি মেডিসিন কর্মকর্তা শিমা আক্তার, পড়শীর নির্বাহী পরিচালক মালা সরকার, কবি ও গীতিকার উত্তম কুমার দাস প্রমুখ সহ বিভিন্ন নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অতিথিগনকে স্বাগত জানান আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কারিগরি মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা পারভীন। সেমিনারে নারী উদ্যোক্তা পড়শীর নির্বাহী পরিচালক মালা সরকার, দেশী ক্রস শিল্প‘র পরিচালক আসমা আক্তার খুকি, ইলা বুটিকস এর পরিচালক আসমা আখতার ইলা, সহি হস্ত মিল্প‘র পরিচালক মোহসিনা সেতু এবং নাজিরপুর মহিলা সংস্থার পরিচালক নাজিরা পারভীনকে আন্তর্জাক গ্রামিন নারী দিবস উপলক্ষে সম্মানা স্মারক উপহার দেওয়া হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *