শহর প্রতিনিধি : পাবনা জেলা পর্যায়ে টেলি মেডিসিন আইসিটি প্রকল্প বাস্তবায়নের পাবনা প্রগতি সংস্থা, দুলাই জন কল্যাণ সংস্থা, কারিগরী মহিলা উন্নয়ন সংস্থা, নাজির পুর মহিলা উন্নয়ন সংস্থা, বৈশাখী মহিলা উন্নয়ন সংস্থা, নকশী কাঁথা মহিলা উন্নয়ন সংস্থা, শিশির মহিলা উন্নয়ন সংস্থা, কর্ণফুলী সমাজ উন্নয়ন সংস্থা ও প্রগতি মহিলা উন্নয়ন সংস্থা’র ৯ টি এনজিও স্বাস্থ কর্মীদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
শনিবার (২২ অক্টোবর) সকালে শহরের সেন্ট্রাল গালর্স হাই স্কুলের মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রগতির সংস্থা পাবনা’র চেয়ারম্যান মাহমুদা রব মলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার হুসেন ও দৈনিক সিনসা’র সম্পাদক এস এম মাহবুব আলম।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ৯টি এনজিওর নির্বাহী প্রধান এমন এ ছালাম, বিপাশা বকুল বর্ণা, মনোয়ারা পারভীন, নাজনীন পারভিন, সাবিনা ইয়াসমিন, এলিনা, আব্দুল লতিফ, কেয়া ইসলাম, তানজিলা ও গণমাধ্যম কর্মি।
প্রশিক্ষণে ৯ টি এনজিওর বিভিন্ন পর্যায়ের ৭০ জনেরও অধিক স্বাস্থকর্মী অংগ্রহণ করেন। টেলিমেডিসিন প্রকল্পের ডিএমডি সেলিম রেজার তত্ত্বাবধানে প্রশিক্ষণে বিভাগীয় ও ডাক্তার কো-অর্ডিনেটর সীমা, জেলা কো-অর্ডিনেটর বিপাশা, পাবনা প্রগতি সংস্থার এডমিন কাজী শর্মিলা খাতুন, কো-অর্ডিনেটর হেলাল ও মিজানুর রহমান প্রিন্স সার্বিক সহযোগিতা প্রদান করেন।