পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর সাথে কর্মচারীদের এক মতবিনিময় হয়।
বুধবার (৩০ নভেম্বর ২০২২ খ্রি.) দুপুরে কর্মচারী পরিষদের সভাপতি মো. ফজলে আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর মো. কামাল হোসেন, সংস্থাপন ও কাউন্সিল শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. কামরুল হাসান।
কর্মচারীরা তাদের আপগ্রেডেশন নীতিমালা সংশোধন, মাস্টাররোল ও চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তাদের নাম তালিকাভুক্তকরণ, কর্মচারী ক্লাব, প্রশিক্ষণ, স্টাফ কোয়ার্টারসহ উপাচার্যের কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন কর্মচারীদের কর্মচারীদের উদ্দেশ্যে বলেন যৌক্তিক বিষয়গুলো সময় নিয়ে পর্যায়ক্রমে সম্পন্ন করার ব্যাপারে আশ্বস্ত করেন। বিশ্ববিদ্যালয় হলো একটি পরিবার। যার যার দায়িত্ব ও কর্তব্য তাকে সঠিকভাবে পালন করতে হবে, নিজের কর্মকে ভালোবাসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে।