শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে—ডেপুটি স্পিকার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের সোপানে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মেট্ট্ররেল, দেশে খাদ্য সংসম্পূর্ণতা অর্জন, অসহায় ও ভূমিহীনদের মাঝে জায়গা সহ ঘর বিতরণ, বয়স্ক ও বিধবা ভাতা প্রদান, দরিদ্রদের মানুষের মাঝে গবাদি পশু বিতরণ, স্বল্পমুল্যে নিম্নআয়ের মানুষের মধ্যে চাল, ডাল ও তেল বিতরণ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে বঙ্গবন্ধু’র কন্যা মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে। জননেত্রীর সপ্ন বঙ্গবন্ধু’র সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর-২০২২ খ্রি.) সকালে পাবনার বেড়ায় মহান বিজয়ের মাসের শুরুর প্রথম দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলি অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে এদেশে বিজয় কখনই সম্ভব ছিল না। তাঁর নেতৃত্বে দেশে বিজয় এসেছে বলেই আমরা আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কাজেই মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। চক্রান্তকারীরা বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। পাকিস্তানী দোসররা যাতে দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু’র ও তাঁর পরিবারের সকল শহীদ, বেড়ায় শহীদ স্থানীয় মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেই সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *