বিএনপি মানুষের মধ্যে গুজব ছড়াচ্ছে—মুহ. সাহাবুদ্দিন চুপ্পু

শেয়ার করুন

পিপ : আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুহ. সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, আগামী ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি মানুষের মধ্যে গুজব ছড়াচ্ছে। ২০০৮ সালে বিএনপি কিছু করতে পারেনি ; শেখ হাসিনার জয় হয়েছে। ২০১৩-১৪ সালে সারা দেশ আগুন সন্ত্রাস করে কিছুই করতে পারেনি। ২০১৮ সালে সবাই এক হলেও শেখ হাসিনার জয় হয়েছে। ২০২২ সালের ১০ ডিসেম্বরও কিছুই হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেধা শক্তি দিয়ে এই সব গুজব মোকাবেলা করবে।
রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে পানা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রিয় উপদেষ্টামন্ডলীর সদস্য ও দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু এসব কথা বলেন। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শাসসুল হক টুকু এমপি।

পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মনিত অতিথির বক্তব্য দেন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থপপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহমেদ সুইট, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনার জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান প্রমুখ।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা। আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পরে নির্বাচিত সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন সকলকে। অনুষ্ঠানের আলোচনা পর্বের প্রথমেই বিজয়ের এই মাসে জাতীর পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদ স্মরণ ও বিন¤্র শ্রদ্ধায় জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে জেলা পরিষদের সম্মুখ চত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *