স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশণ বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্যতা রক্ষায় দেশের সকল নদ-নদী খাল-বিল উদ্ধারের নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় পাবনা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জেলা নদী রক্ষা কমিটি ও নদী উদ্ধার আন্দোলন পাবনা গত সপ্তাহে মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ইছামতি নদীর যে সব জায়গা আইনের জটিলতা নাই এমন স্থান সাধুপাড়া কদমতলা ব্রিজের পাশে সীমানা পিলার স্থাপনের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. সারোয়ার জাহান সুজন, সহকারী পরিচালক মোশারফ হোসেন, ডেমরা পওর উপ-বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. শাহীন রেজা, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি পূর্ণিমা ইসলাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সদস্য খালেদ আহমেদ, মনোয়ারা পারভীন, মালা সরকার সহ পাবনা পৌরসভা, ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।
সাধুপাড়া কদমতলা ব্রিজ থেকে লাইব্রেরী বাজার ব্রিজের দিকে অর্ধকিলোমিটারে সীমানা পিলার স্থাপন করা হয়। এ সময় নদী পারের বাসিন্দারা জানান, তারা সীমানা পিলার দেওয়ায় খুশি। তারা সীমানা পিলার বসানোর পর চলাচলের রাস্তা এবং রাস্তার ধার দিয়ে বিদ্যুৎ সংযোগের খুটি স্থাপন এবং রাতের বেলা আলোকিত রাস্তা কামনা করেন।