পাবনা প্রতিনিধি : পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় ৬০০ মডেল মসজিদ নির্মাণ করেছেন। এটা বিশ্বের ইতিহাসে স্বরণীয় অধ্যায়। এমন দৃষ্টান্ত বাংলাদেশ ব্যতিত আর পৃথিবীর কোথায় নজীর নেই। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে। জননেত্রীর সপ্ন বঙ্গবন্ধু’র সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।মঙ্গলবার (০৬ ডিসেম্বর-২০২২ খ্রি.) বিকেলে পাবনা চাটমোহর উপজেলার পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রাসা মাঠে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চক্রান্তকারীরা বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নকে যেন বাধাগ্রস্থ করতে না পারে। পাকিস্তানী দোসররা যাতে দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। —জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
মাদ্রাসা কমিটির সভাপতি মো. শাহ্ আলম প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য মো. সাইদুল ইসলাম পলাশ ও হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রবিউল করিম। সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রউফ।
উদ্বোধনী অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, আব্দুল কাদের সিদ্দিকী, আব্দুস ছামাদ আজাদী সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক প্রমুখ।