যথাযোগ্য মর্যাদায় পাবনায় মহান বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পাবনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার রাতের প্রথম প্রহরে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স দলীয় কার্যালয়ে ও দূর্জয় পাবনায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সকালে পাবনা জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা, পাবনা জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন অফিস, গণপূর্ত অধিদপ্তর পাবনা কার্যালয়, সড়ক ও জনপদ বিভাগ পাবনা কার্যালয়, এলজিইডি পাবনা কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনা কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনা কার্যালয়, পাবনা পৌরসভা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজ, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, পাবনাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’ তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন, সালাম প্রদর্শন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুচ-কাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর পাবনা জেলা প্রশাসন চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পুরুস্কার বিতরণ এবং আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, স্থানীয় সরকার উপ-পরিচালক সাইফুর রহমান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু প্রমুখ।

জেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী করে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ, বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচী পালন করে। সকল উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসুচী পালন করে। বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন, এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, পরিবহন প্রশাসক, গেস্ট হাউজ প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

এছাড়াও জেলার ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বেড়া, সাঁথিয়া এবং সুজানগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ সালাম প্রদর্শন, কুচকাওয়াজ এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস, সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *