পাবনা জেলা পরিষদের মহান বিজয় দিবস উদযাপন -

পাবনা জেলা পরিষদের মহান বিজয় দিবস উদযাপন

শেয়ার করুন

নুসরাত জাহান কেয়া : যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনা জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে জেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিনে সকালে সকল শহীদ স্বরণে নির্মিত স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, জেলা পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

এরপর পাবনা জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়।

বেলা ১১ টায় জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দুপুর ১২ টায় জেলা পরিষদের রশিদ হলে মহান বিজয় দিবসের উপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য, জাতীয় ৪ নেতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা পরিষদের উদ্যোগে বিজয় আনন্দে দুর্জয় পাবনা ও জেলা পরিষদ ভবন আলোক সজ্জায় ১৭ ডিসেম্বর পর্যন্ত বর্ণিল শোভা বর্ধন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *