মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষায় পাবনায় মতবিনিময়

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ফারিস্তা করিমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা।

মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, ডিডিএলজি সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লা আল মামুন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, বিটিভি প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট ও কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।

মতবিনিময়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নত দেশ গঠনে ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। দেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে যা সারাবিশে^ স্বীকৃত। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষায় সবাইকে কাজ করতে হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *