সিনসা সাহিত্য গোষ্ঠীর ২০২৩ ইংরেজী নতুন বর্ষবরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : সিনসা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে ২০২৩ ইংরেজী নতুন বর্ষবরণ উপলক্ষে এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

রবিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় দৈনিক সিনসা কার্যলয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো রোস্তম আলী হেলালী। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী আকবর মিঞা (রাজু) সভাপতিত্বে এবং সিনসা সম্পাদক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দীন, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম, সহকারী জেলা শিক্ষা অফিসার মো মেনহাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুক্ত দৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি শফিক আল কামাল, পুলিশ লাইনস স্কুল ও কলেজর সহকারী শিক্ষক দিনা ফেরদৌস খান, শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদ উল ইসলাম, প্রবাসী মো. রহমত আলী, সাব্বির সিদ্দিক, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, কবি উত্তম কুমার, ছাত্র ফজলে রাব্বী ও সাগর হোসেন প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *