সাঁথিয়ায় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রণালয়ের অর্থায়নে জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আউট অফ চিল্ড্রেন এডুকেশন কর্মসূচির (পিইডিপি-৪) সাবকম্পোনেন্ট ২.৫ এর শিক্ষক ও সুপারভাইজারদের ১২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সোমবার (৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের সভা কক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।

এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মািনক মিয়া রানা প্রমূখ। স্বাগত বক্তব্য দেন, প্রকল্প বাস্তবায়নকারী দিগন্ত সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার মুক্তা।

প্রশিক্ষণে ৯৮জন শিক্ষক, ৭জন সুপারভাইজার ও ১জন ম্যানেজার অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *