পাবনা খাজানগর মাদ্রাসায় নতুন বই বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদরের দ্বীপচর সড়কের বলরামপুর খাজা মঈনুদ্দীন চিশতী সিদ্দিকিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন। এছাড়াও অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে ক্লাস শুরুর সময়েই বিনামূল্যে বই দিয়ে নজির সৃষ্টি মাধ্যমে বিশ্বে প্রশংসিত হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বছরের প্রথম দিনেই সারাদেশে বই বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে শিক্ষা খাত এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশ গড়বে।

শনিবার (১৪ জানুয়ারী ২০২৩ খ্রি.) বেলা ১১টায় মাদ্রাসার পরিচালক হযরত নূর মুহাম্মদ আজাদ খান চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, বীর মুক্তিযোদ্ধা শংকর, স্বেচ্ছাসেবক লীগ পাবনা জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, ৩নং ওয়ার্ড আওয়ালীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার হাফেজ মাও. আব্দুস সোবহান এবং সার্বিক ব্যবস্থপনায় ছিলেন সহ-সুপার মাও. মো. রিয়াজ উদ্দিন সালেহী।

এরপর ২০২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আগত অতিথিবৃন্দ। এ সময় খাজা মঈনুদ্দীন চিশতী সিদ্দিকিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *