শেখ কামাল যুব গেমস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

শেয়ার করুন

শহিদুল ইসলাম রিজু : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস রাজশাহী বিভাগীয় পর্যায়ের আন্ত:জেলা ব্যাডমিন্টন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার (২০ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকালে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের ফি.ম. সামসুল আরেফিন জিমন্যাসিয়ামে, এ যুব গেমসে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব) মো. ওবায়দুল হক, পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান ও নূর কন্সট্রাকশনের পরিচালক মকলেসুর আলম নয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী, নির্বাহি সদস্য রেজাউল হোসেন বাদশা, রবিউল ইসলাম চৌবে ডাবলু, হোসনে আরা খাতুন হাওয়া, সবনম মঞ্জিল মিতা, মাহবুবুর রহমান বাচ্চু, আকতারুজ্জামান জর্জ সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ প্রতিযোগিতায় তরুণ একক চ্যাম্পিয়ন হয়েছে জয়পুর হাট জেলার সিয়াম সাদমান এবং রানার-আপ রাজশাহী জেলার মো. রতন। তরুনী একক চ্যাম্পিয়ন পাবনা জেলার সিনথিয়া খানম প্রিয়ন্তী ও রানার-আপ হয়েছে রাজশাহী জেলার যারিন ইকবাল মোহনা। তরুন দ্বৈত চ্যাম্পিয়ন সিয়াম সাদমান ও কাজী তামিম আহম্মেদ এবং রানান-আপ নাটোর জেলার ইয়াছিন আলী জীম ও রিফাত হোসেন। তরুনী দ্বৈত চ্যাম্পিয়ন পাবনার সিনথিয়া খানম প্রিয়ন্তী ও জেসমিন আক্তার কনা, রানার-আপ নাটোরের পৃথা কর ও ইবনাত নদী। মিক্স ডবল এ চ্যাম্পিয়ন হয়েছে পাবনার আকিব হোসেন জীবন ও জেসমিন আক্তার কনা এবং রানার-আপ হয়েছে রিফাত হোসেন ও পৃথা কর। খেলা শেষে রাত ৮টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮ জেলার ১৬ টি ব্যাডমিন্টন দল অংশ গ্রহন করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *