পাবনায় ইশারা ভাষা দিবস উদযাপন

শেয়ার করুন

শহর প্রতিনিধি : “ বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধি ব্যক্তির জীবনমান উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ উদযাপন করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা ও প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে সভায় বক্ত্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. সাইফুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাফ উদ দৌলা, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, কসাল্টেন্ট আসমা উল হুসনা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের দেশের কাউকে পিছিয়ে রাখা যাবে না। প্রতিবন্ধিদের মানবসম্পদে পরিণত করে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *