পাবনায় নৈতিকতা ও শিষ্টাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে নৈতিকতা ও শিষ্টাচার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকালে জেলা সমাজ সেবা কার্যালয়ে সেমিনারে বক্তব্য দেন জাতীয় সমাজ সেবা কার্যালয় এর রাজশাহী বিভাগের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান।

মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল কবীর। এ সময় আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাফ উদ দৌলা, গোলাম সরোয়ার, ওসাকা এনজিও ও পরিচালক মাজহারুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা শায়খ ইবনে পল্লব প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসুচী গ্রহন করেছেন। টেকসই উন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৈতিকতা ও শিষ্টাচারের বিকল্প নাই।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *