উন্নয়নের শর্ত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা—ডেপুটি স্পিকার

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখা। নির্বাচিত জন প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার লক্ষে সম্প্রতি জঙ্গীবাদিরা তৎপর হতে পাহাড়ের নির্জন এলাকায় জঙ্গী প্রশিক্ষণ শুরু করেছে। এ সকল উগ্রবাদ, মৌলবাদ ও অপরাজনীতিকে প্রতিহত করতে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন। তাই সকল শ্রেণি পেশার মানুষকে আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের সকল ভূমিহীন গৃহহীনদের জমি ও ঘর করে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলা গড়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি-২০২৩ খ্রি.) দুপুরে পাবনার সাঁথিয়ায় আইন শৃৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজাজামান, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *