পাবনায় বিশ্ব পানি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

মুক্তচেতনা ডেস্ক রিপোর্ট : “পানির সংকট সমাধানে পরিবর্তন তরান্বিত করি, জনমানুষের জীবিকা ও পরিবেশের নিরাপত্তা গড়ি”, প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পানি দিবস-২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ মার্চ-২০২৩ খ্রি.) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাব গলি দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার যৌথভাবে আয়োজন করে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা। সহযোগিতা করে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফার্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো. সাইফুর রহমান ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব।

সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম। মুল প্রবন্ধ তুলে ধরেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি পাবনার নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।

এ সময় আরও বক্তব্য দেন শহীদ এম মনসুর আলী কলেজ পাবনার ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, রিভারাইন পিপল পাবনা জেলা কমিটির সভাপতি ড. মনছুর আলম, কৃষিবিদ জাফর সাদেক, এফবিসিসিআই কো-চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ ফারুক, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিঞা রাজু, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা কমিটির যুগ-সাধারণ সম্পাদক শফিক আল কামাল, আইএনএস এর প্রধান সম্পাদক হাসান আলী, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আসাদুজ্জামান খোকন, বাংলাদেশ কালচারাল সোসাইটি’র পেসিডিয়াম সদস্য বেগম ফিরোজা খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র পাবনা জেলা নেটওয়ার্ক সদস্য জেবুন্নেছা ববিন, আদর্শ গার্লস হাই স্কুলের (অব.) প্রধান শিক্ষক আমানউল্লাহ খান, মহিমচন্দ্র জুবলী বালিকা উচ্চ বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ও প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের চেয়ারম্যান লুৎফর রহমান।

বিশ্ব পানি দিবসের আলোচনায় অংশ গ্রহন করেন সূচনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর সিনিয়র শিক্ষক নাছিমা খন্দকার, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, দৈনিক পাবনার বাণী পত্রিকার সম্পাদক খন্দকার আসাদুজ্জামান মিলন, কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শ্ক্ষিক সৈয়দ ছাইফুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশন পাবনা কার্যালয়ের ডিও আজিজা পারভীন, মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ রোজ কলি, রাসা’র নির্বাহী পরিচালক মনোয়ারা পারভীন, উদ্দিপনা’র নির্বাহী পরিচালক আলেয়া খাতুন, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আশরাফুজ্জামান, শিক্ষক ও মানবাধিকার কর্মি সাঈদ উল ইসলাম, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, কবি ও গীতিকার উত্তম কুমার দাস, পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি রমজান আলী, বিং হিউম্যান বাংলাদেশ সভাপতি শোআইব আহমেদ ও শিক্ষার্থী ফজলে রাব্বী।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *