মুক্তচেতনা ডেস্ক : পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় ডিবি পুলিশের অভিযানে পাবনা সদর হাসপাতালে অক্সিজেনের সঙ্কট সৃষ্টি করা ও বেশি দামে সিলিন্ডার সরবরাহ করার অপরাধে ৪ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের নিকট থেকে ১৪টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫’ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শহরের শালগারিয়া মহল্লার সুলতান হোসেনের ছেলে মাসুদুর রহমান (৪৫), একই এলাকার কাজী ফরহাদের ছেলে কাজী আকাশ (২৫), আবু সাঈদের ছেলে আফজাল হোসেন (২৫) এবং জন্টু হোসেনের ছেলে জীবন (২২)। আটককৃত প্রথম ২ জনকে ১ মাসের কারাদন্ড এবং অপর ২ জনকে ১৫ দিনের কারাদন্ড দেন অভিযানে উপস্থিত নির্বাহী মেজিস্ট্রেট।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এ বিষয়ে জানান, সারা দেশে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করছে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, তখন পাবনা সদর হাসপাতালে একটি অসাধু চক্র নিজেদের স্বার্থে আগত রোগীদের নিকট হাসপাতালে অক্সিজেনের সংকট আছে এমন বিভ্রান্ত প্রচার করে বেশী মূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যবসা করছে। তিনি আরও জানান, পাবনা সদর হাসপাতালে কোন অক্সিজেন সিলিন্ডার সংকট নেই, পাশাপাশি পাবনা জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অসহায় রোগীদের বিনামূল্যে বিপুল সংখ্যক অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন। করোনাকালীন সময়ে কেউ হাসপাতালের পরিবেশ নষ্ট করে ব্যবসা করতে চাইলে তাদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।