ক্যাব পাবনা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৮ জুন- ২০২৩ খ্রি.) সন্ধ্যায় রানা শপিং কমপ্লেক্স (৩য় তলা) দৈনিক সিনসা কার্যালয়ে ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম-এর সঞ্চালনায় বক্তব্য দেন ক্যাব জেলা কমিটির ১নং নির্বাহী সদস্য ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সংগঠনটির জেলা শাখার নির্বাহী সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সংগঠনটির জেলা শাখার যুগ্ম-সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সাংগঠনিক সম্পাদক ও কবি এবং প্রাবন্ধিক ড. মো. মনছুর আলম, অর্থ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা, নির্বাহী সদস্য ও ওয়াই ডাব্লিউসিএ সেক্রেটারি হেনা গোস্বামী, নির্বাহী সদস্য ও ওসাকা উপ-পরিচালক মাজহারুল ইসলাম ও নির্বাহী সদস্য এবং দৈনিক দেশ বাংলা প্রত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবা কাজল প্রমুখ।

বক্তাগণ বলেন, ভোক্তা সাধারণের অধিকার রক্ষায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) একটি জাতীয় সামাজিক সংগঠন। ভোক্তা সাধারণ যাতে কোন প্রকার প্রতারিত না হয় এবং ভোক্তার সার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী ঢাকার পরে ক্যাব পাবনা জেলা শাখা সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার সময়ে ভোক্তা এবং ক্রেতা কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্যে রেখেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গেজেটে একজন ক্যাব প্রতিনিধির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। এসব বিষয় প্রাধান্য দিয়েই জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং ভ্রাম্যমান অভিযান সুষ্ঠু ও সচ্ছতার সাথে পরিচালনার জন্য ক্যাব পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামুলক আলোচনা সভা ও লিপলেট বিতরণ করা হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *