সাঁথিয়ার শিশু শিক্ষার্থী রাজশাহী বিভাগে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম

শেয়ার করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা সাঁথিয়া উপজেলার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শামসুল বারী রাজশাহী বিভাগের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে।

শুক্রবার (২১ জুলাই ২০২৩ খ্রি.) রাজশাহী শিশু একাডেমিতে (রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত এই জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ উপলক্ষ্যে কবিতা আবৃত্তি একক “ক” বিভাগে সাঁথিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের ছাত্র শামসুল বারী প্রথম স্থান অধিকার করে। সে এখন ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্ততি নিচ্ছে।

সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন জানান, আগামী ২৬ জুলাই ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ১০ জুলাই উপজেলা এবং ১৫ জুলাই জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শামসুল বারী সাঁথিয়া পৌরসদরের বাসিন্দা খায়রুল বারী ও ফারজানা সুলতানা সাথীর ছেলে। জাতীয় পর্যায়ে ভাল ফলাফল করার জন্য সে সকলের নিকট দোয়া প্রার্থী।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *