এম এ আলিম রিপন (সুজানগর) : পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. ) সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ পদ্মা নদীর রাইপুর (চর চক রায়কান্তপুরে) এ মোবাইল কোর্টের অভিযান অভিযান পরিচালনা করেন।
অভিযানে সুজানগরের অন্তর্গত অংশে অবৈধভাবে বালু উত্তোলনারত অবস্থায় ৯০ ফিট দীর্ঘ একটি অবৈধ ড্রেজার মেশিন (স্থানীয়ভাবে বাংলা ড্রেজার নামে পরিচিত) জব্দ করা হয়। এ সময় দুষ্কৃতিকারী চক্র পার্শ্ববর্তী চরে পালিয়ে যায়। ড্রেজারটির আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। ড্রেজারটি নাজিরগঞ্জ নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ এর জিম্মায় রাখা হয়। নৌ পুলিশ কে নিয়মিত মামলা দায়েরের জন্য আদেশ দেওয়া হয়। সুজানগর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পাবনার নাজিরগঞ্জ নৌ পুলিশ এবং সুজানগর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সুজানগর উপজেলার অন্তর্গত পদ্মা নদীর অংশে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।