ইলিশ সম্পদ উন্নয়নে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

শহর প্রতিনিধি : ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত পাবনায় জেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৬ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ১০টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম. সহকারী কমিশনার মো. ওয়ালিউর রহমান রুবেল প্রমূখ।

বক্তারা বলেন, পাবনা জেলার সাথে পদ্মা এবং যমুনা নদী সম্পৃক্ত। নদী দুটিতে ভরা মৌসুমে জেলেরা ইলিশ মাছ ধরে। সরকার ঘোষিত ইলিশ মাছ ধরা বিরত থাকার সময় জেলেদের মাছ ধরার ফলে ইলিশ সংরক্ষণ ব্যহত হয়। এজন্য প্রশাসনসহ স্থানীয়দের কে সর্তক থাকতে হবে। ইলিশ সংরক্ষণে জনসচেতনতা আরও বাড়াতে হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *