পাবনায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

শেয়ার করুন

হুমায়ুন রাশেদ : পাবনার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সোমবার (১১ নভেম্বর ২০২৪ খ্রি.) পাবনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ করায় এক দোকানের সত্ত্বাধিকারীকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করনে। সেই সাথে প্রায় ৯০ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: আব্দুল মমিন ও জেলা পুলিশ পাবনার সদস্যবৃন্দ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন।

এ ছাড়াও বড় বাজারের ক্রেতা ও বিক্রেতাদের পলিথিন ব্যবহার, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *