ভূমি জলা ও বনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ওরিয়েন্টেশন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ভূমি, জলা ও বনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল ৯ টায় ঢাকা লালমাটিয়ায় এডিএসসি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ২দিন ব্যাপী ওরিয়েন্টেশনে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সেগুলোর ন্যায় সঙ্গত ও সুষ্ঠ সমাধানে সুদূরপ্রসারী ভুমিকা গ্রহন, সুস্থ জাতি গঠন এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার আত্মপ্রত্যয়ে সহায়ক হিসাবে এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এই উদ্যোগ গ্রহন করে।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন শুরু করা হয়। এরপর এএলআরডি কর্মকর্তা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিকবৃন্দ নিজেদের পরিচিতি তুলে ধরেন। সাংবাদিক ওরিয়েন্টেশনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ডিএলআরএস এর সাবেক এএসও জিল্লুর রহমান, এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) কর্মকর্তা রফিক আহমেদ সিরাজী, কলামিষ্ট ইলিরা দেওয়ান, সফিকুল ইসলাম ও সৈয়দা জুবাইদা ফাতেমা।

ওরিয়েন্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহন করেন বাসস ও প্রতিদিনের সংবাদের মেহেরপুর প্রতিনিধি দিলরুবা খাতুন, করতোয়া বগুড়া প্রতিনিধি গোলাম ফারুক, বাংলাদেশ সমাচার বগুড়া প্রতিনিধি আব্দুস ছালাম মীর, খুলনার দাকোপ প্রেসক্লাবের সাংবাদিক গোবিন্দ বিশ্বাস, বাংলার খবর খুলনা প্রতিনিধি মামুনুর রশিদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি নুরে এ জান্নাত ফেরদৌস, গ্লোবাল টিভির টাঙ্গাইল প্রতিনিধি রুমি আক্তার পলি, দেশ সংবাদ প্রতিনিধি তাহমিনা আক্তার, কলামিষ্ট স্মৃতি চক্রবর্তী, ফিনান্সিয়াল এক্সপ্রেসের নিউজ কনসালটেন্ট সাইফুন্নাহার সুমি, ইত্তেফাক প্রতিনিধি নুসরাত জাহান নিশা, আজকের প্রত্রিকার প্রতিনিধি অর্চি হক, সমকাল প্রতিনিধি সাজিদা ইসলাম পারুল, নিউ এজ প্রতিনিধি কামরুন্নাহার সুমি, ইত্তেফাকের সিলেট প্রতিনিধি অমিতা সিনহা, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশের খবর পাবনা প্রতিনিধি শফিক আল কামাল, ডেইলি স্টার দিনাজপুর প্রতিনিধি কঙ্কন কর্মকার, চট্টগ্রাম থেকে প্রকাশিত পূর্ববার্তা সম্পাদক আলিউর রহমান, বিজনেস স্ট্যান্ডার্ড চট্টগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান ইউসুফ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা’র) কমিউনিকেশন অফিসার সানজিদা মালিহা, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমেদ, ড্রিমি সিলেট’র সিলেট প্রতিনিধি সাহারা শিরিন এ্যানি, দীপ্ত টিভির রাজশাহী প্রতিনিধি ইউসুফ আদনান, ইনসেপশন অর্গানাইজেশন মাজদিহি টি ইস. শ্রীমঙ্গল প্রতিনিধি শারাল ব্যানার্জি, সানজু বারাইক, রাইজিংবিডি.কম বান্দরবন প্রতিনিধি চাইমং মরমা, একুশে টিভি ও সমকাল রাঙ্গামাটি প্রতিনিধি সাতরং চাকমা, একাত্তর টিভি ও দেশ রুপান্তর খাগড়াছড়ি প্রতিনিধি রুপায়ন তালুকদার।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *