পাবনা প্রতিনিধি : পাবনায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকেল ৪ টায় শহিদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা করে। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। প্রতিযোগিতাটি জেলার অংশগ্রহণকারী খেলোয়ারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।
জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব ও প্রধান শিক্ষক মাহমুদুল হক।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং সেই সাথে তাদের ভবিষ্যত সাফল্য কামনা করেন।