পাবনা প্রতিনিধি : পাবনায় কবি বন্দে আলী মিয়া’র ১১৯ তম জন্মবার্ষিকী ও নাট্যাচার্য সেলিম আল-দ্বীন’র ১৭তম প্রয়াণ দিবসকে কেন্দ্র করে “হে গুণিজন তোমাদের স্মরণে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা শহরের হাজি মহসীন সড়কে উত্তরণ পাবনা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নোঙর সভাপতি শিক্ষাবিদ প্রফেসর মোঃ হাসানুজ্জামান।
উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরণ পাবনার উপদেষ্টা প্রফেসর আব্দুদ দাইন সরকার, কবি ও শিক্ষাবিদ এনামুল হক টগর, ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোছা. শাহিদা জামান। এছাড়াও বক্তব্য দেন কবি এম আব্দুল হালীম বাচ্চু, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ সহকারি অধ্যাপক মো. জামাল উদ্দীন, শিক্ষাবিদ মোঃ নজরুল ইসলাম বাবু, মুক্তদৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সভাপতি বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি কবি শফিক আল কামাল, খেলাঘর পাবনা জেলা শাখা সভাপতি এস এম আইয়ুব আলী, খোলা কাগজ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, সাবেক কৃষি অফিসার এটিএম ফজলুল করিম, সদর উপজেলা এএিডিএফ কর্মকর্তা শাম্মী আক্তার স্মৃতি, কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, আরশিনগর বাউলশিল্পী সংস্থা সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা প্রতিনিধি রুপসী বাংলা টিভি ফারহানা খাতুন, তানিয়া জাহান রজনী (কবি বন্দে আলী মিয়ার নাতনী) সুরাইয়া ইসলাম, উত্তরণ পাবনা অর্থসম্পাদক মরিয়ম বেলারুশী, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সহ প্রচার সম্পাদক কণ্ঠশিল্পী রজনী আক্তার, মোঃ হাবিব (কবির নাতজামাই), নূরজাহান আক্তার রুমকি (কবির নাতনী), উত্তরণ পাবনা সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সদস্য মোহাম্মদ বেলাল হোসেন, কবি মোঃ সামসুল আলম প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৭ জানুয়ারি কবি বন্দে আলী মিয়া’র ১১৯ তম জন্মবার্ষিকী এবং ১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীন এর ১৭ তম প্রয়াণ দিবস ছিলো। অনুষ্ঠানের আলোচক বৃন্দ জেলা প্রশাসকের আয়োজনে কবি বন্দে আলী মিয়ার কোন স্মরণ সভা অনুষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামীতে উপমহাদেশের এই গুণি কবির জন্মবার্ষিকী ও মৃত্যু বার্ষিকী স্বরণসভা সরকারি ভাবে পালনের আহবান জানান। কবি বন্দে আলী মিয়া ও নাট্যাচার্য সেলিম আল দীন এর জীবন এবং সাহিত্য কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন, আগামী প্রজন্মের কাছে এই গুণিজনদের জীবন ও তাদের সৃষ্টিশীল কর্ম তুলে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশাবাদ ব্যাক্ত করেন।