জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

শেয়ার করুন

শহর প্রতিনিধি : পাবনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শহিদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মহিজুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব ও পাবনার এনডিসি মনিরুল ইসলাম।

পাবনা সদর উপজেলা বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে
এবং রানারআপ হয় সুজানগর উপজেলা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় পাবনা পৌরসভা এবং রানারআপ হয় চাটমোহর উপজেলা।

শেষে আগত অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কিশোর-কিশোরীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *