শহর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসাবে ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক জিপি ও পাবনা জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট আলহাজ্ব হাতেম আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখার সভাপতি মো. আবুল হাশেম, গভর্নিং বডির সদস্য শামসুর রহমান খান মানিক, কানাডা প্রবাসী ইসলামী চিন্তাবিদ শমশের আলী হেলাল ও সমাজসেবক নুর-ই ইসলাম উজ্জল প্রমুখ।
ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব পাবন জেলা শাখার সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, রুবিনা ইয়াসমিন, অব. সহকারি প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা সম্পাদক আইয়ুব হোসেন খান, অধ্যাপক রাজু ইসলাম ওলী, শহিদ এম মন্সুর আলী কলেজের সহ. অধ্যক্ষ ইসমাইল হোসেন ও আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। শুরুতেই পবিত্র কোরআন থেকে বাংলা ভাষায় তেলোওয়াত করেন শিক্ষার্থী মাইমুনা শেখ হিয়া, ইংরেজী ভাষায় আফিয়া ইবনাত সামিয়া ও আরবী ভাষায় তামান্না তাসনুভা। বাইবেল পাঠ করেন কথা বিশ্বাস ও গীতা পাঠ করেন প্রভাতি রানী দাস। এছাড়াও জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে এবং হলদে পাখি পদর্শন করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিতিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির ২০২৪ বর্ষের সেরা শিক্ষার্থী হিসাবে ফাইরুজ ফাতেমা-কে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।