শহর প্রতিনিধি : পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ্ব বাচ্চু-কাজী আলম পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতির মিলনায়তনে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে পাবনা জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট মির্জা আজিজুর রহমানের সভাপতিত্বে ও এ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র এ্যাডভোকেট আব্দুল আজিজ, সিনিয়র এ্যাডভোকেট মো. শাহজাহান, সিনিয়র এ্যাডভোকেট আলহাজ্ব আজিজুল হক, সিনিয়র এ্যাডভোকেট শফিকুর রহমান, এ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, এ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, এ্যাডভোকেট রাজিউল্লাহ সরদার রাজু, এ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল, এ্যাডভোকেট মনোয়ার শহীদ, এ্যাডভোকেট আরশেদ আলম ও এ্যাডভোকেট আজিজা তামান্না স্বর্না প্রমুখ।
এছাড়াও নির্বাচনে সকল আইনজীবীদের আন্তরিক সহযোগিতা, সমর্থন ও মুল্যবান ভোট কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু, সম্পাদক এ্যাডভোকেট কাজী মাহবুবুল আলম (কাজী আলম), সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ মাসুদ্দোহা জামী ও এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন খান, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (২) আলতাব, যুগ্ম সম্পাদক (উন্নয়ন) মোঃ আব্দুল্লাহ আল মামুন রনি, যুগ্ম সম্পাদক (লাইব্রেরী) আমিনা খাতুন শুভ, যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) মোঃ রাশিদ নিস্তার মিশুক, অডিটর মোঃ পলাশ আলী, সদস্য মোঃ মেসবাহ আহসান অনিক, মোঃ আহসান হাবিব পিনু বিশ্বাস, মোঃ শামসুজ্জামান (নান্নু) ও সোনিয়া পারভীন।
বক্তাগণ বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ঐতিহ্যবাহী পাবনা জেলা এ্যাডভোকেট’স বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজয় লাভ করলে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর গণঅভ্যুথান ও জুলাই আগস্ট/২০২৪ এর শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাভরে এই পরিষদ বৈষম্যহীন বিচার অঙ্গন প্রতিষ্ঠার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে সমিতির আত্মমর্যদা পুনরুদ্ধার ও বিজ্ঞ আইনজীবীদের অধিকার, সম্প্রীতি বজায় রাখা, স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতার বিপরীতে ডিগনিটির দাবিতে সমিতির সার্বিক উন্নয়ন অব্যাহত রাখাসহ এ্যাডভোকেটগণের স্বার্থ সংরক্ষণে বদ্ধ পরিকর হয়ে বেনাভোলেন্ট ফান্ডের স্লাভ বৃদ্ধি ও উৎসব ফান্ড চালু করতেও অঙ্গিকার ব্যক্ত করেন। বার ভবনে লিফট স্থাপন ও গেট বাউন্ডারী প্রাচীর নির্মাণসহ উন্নয়ন অব্যাহত রেখে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পরিবেশ পুররুদ্ধারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ্ব বাচ্চু-কাজী আলম পরিষদে পূর্ণ সমর্থন ও মুল্যবান ভোট কামনা করেন।