নিজস্ব প্রতিনিধি : পাবনা শহরের প্রেসক্লাব গলির ইভিনিং টাচ আবাসিক হোটেলের চতুর্থ তলার ডান পাশের কর্ণার রুমে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জুয়াড়ি কে আটক করা হয়। বুধবার (৪’ আগস্ট) দুপুরে ইন্সপেক্টর আবুল কালাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই কান্তি কুমার, এটি এস আই হান্নান, এটি এস আই মিজান ও সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের প্রেস ক্লাব গলির ইভিনিং টাচ আবাসিক হোটেলের চতুর্থ তলার ডান পাশের কর্ণার রুমে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো পাবনা সদর কালাচাঁদ পাড়া তালপুকুরের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. মোজাক্কের আলী মামুন (৩০), রাধানগর রথঘর এলাকার মৃত রবীন্দ্রনাথ দাসের ছেলে সুমির দাস (৪৪), পাবনা সদর সিংগা বাজার এলাকার মৃত সেকেন সরদারের ছেলে মো. সিদ্দিক সরদার (৫৫), শহরের দিলালপুর এলাকার মৃত আনছের শেখের ছেলে মো. মনজু শেখ (৫৫), শালগাড়িয়া তাল বাগান এলাকার মৃত রেজাউল হক রেজা’র ছেলে মো. রজব আলী নিশাত (২৬), শিবরামপুর আল হেলাল মসজিদ এলাকার মো. মকছেদ আলী প্রামানিকের ছেলে মো. আমিরুল ইসলাম আমিন (৪০), গয়রা কাশিনাথপুর এলাকার মৃত আবের আলী মোল্লার ছেলে মো. চান্দু মোল্লা (৩২) এবং নয়নামতি মাঠপাড়া এলাকার মৃত রাজ বলি দাসের ছেলে শ্রী রবি দাস শুভ (২৮)। আটককৃতদের কাছ থেকে দুই সেট তাস নগদ ৪৬ হাজার ২শ ৩৮ টাকা ও তাস খেলা হিসাবের দুইটি টালী খাতা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।