স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্রতিদ্বন্ধিতায় অংশগ্রহণে পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে কার্যকরী পরিষদের ১৩টি পদের মধ্যে ১১টিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়লাভ করে। দুটি পদে জয়লাভ করে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী। মোট ভোটের সংখ্যা ৪২৫, এতে ৩৭৪জন ভোটার সুষ্ঠ ও শাস্তিপুর্ণ ভাবে ভোট প্রদান করেছেন।
সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আলহাজ্ব মো: আবুল কালাম আজাদ বাচ্চু ২১৪ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলহাজ্ব মো: আব্দুল হামিদ পিকে পান ১৫১ ভোট। সহ-সভাপতির দুটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শামছুদ্দোহা জামী ২১৩ ভোট ও মো: আলমগীর হোসেন ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মো: মতিয়ার রহমান ১৬৭ ভোট ও আলহাজ্ব মো: গোলাম রব্বানী ১৩৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী সুলতান মাহমুদ খান এহিয়া ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী কাজী মাহবুবুল আলম (কাজী আলম) পান ১৭৫ ভোট। কোষাধক্ষ পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মো: রফিকুল ইসলাম ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো:আব্দুল আউয়াল জোয়াদ্দার পান ১৫২ ভোট। যুগ্ম সম্পাদক (উন্নয়ন) পদে মো: আব্দুল্লাহ আল মামুন (রনি) ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এস এম ফরিদ উদ্দিন পান ১৫ ভোট। যুগ্ম সম্পাদক (লাইব্রেরী) পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আমিনা খাতুন শুভ ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: আমিনুল ইসলাম পান ১৫৯ ভোট। যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) পদে মো: রাশিদ নিস্তার (মিশুক) ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী কামাল হোসাইন পান ১৩৮ ভোট। অডিটর পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মো:পলাশ আলী ২১৪ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো:এমরান চৌধুরী পান ১৩১ভোট।
সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মো: মেজবাহ আহসান অনিক ১৮৮ ভোট, শামছুজ্জামান নান্নু ২২২ভোট, মো: আহসান হাবীব (পিনু বিশ্বাস) ১৮৭ ভোট ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের খন্দকার শাহ আলম স্বপন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।