৭ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পাবনায় অবস্থান কর্মসূচি

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ৬ষ্ঠ গ্রেড বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনা সদর উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় পাবনা সদর উপজেলা পরিষদ অফিসের সামনে তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) পাবনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কামরুন্নাহার তার বক্তব্যে বলেন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিতসহ নানা বৈষম্যের স্বীকার হয়ে আসছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। তিনি আরও বলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই সকল যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি সফল করতে সারাদেশে একযোগে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এসএফডিএফ সদর উপজেলা ব্যবস্থাপক শাম্মী আক্তার বলেন, প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন বিষয়ে চরম বৈষম্যের স্বীকার কর্মকর্তা ও কর্মচারীরা। চৌকস ও বুদ্ধিদীপ্ত অফিসারদের যোগ্যতা থাকা সত্ত্বেও বছরের পর বছর পদোন্নতি বঞ্চিত করে আসছেন তারা। অথচ যোগ্যতাহীন এবং চাটুকার লোকদের খুব সহজেই প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়, যেটি খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। প্রতিষ্ঠানের একটি কার্যনীর্দেশিকা ও প্রবিধানমালা থাকলেও কোনভাবেই সেটি অনুসরণ করা হয় না, বরং প্রধান কার্যালয়ের কিছু সংখ্যক ব্যক্তি ক্ষমতা জিম্মি করে নিজেদের ইচ্ছানুযায়ী নীতিমালা সংশোধন সংযোজন করে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করে আসছেন, যেটি আমাদের কোনভাবেই বোধগম্য নয়। এছাড়াও বক্তব্য দেন সিনিয়র মাঠ কর্মকর্তা মো. মজিবুর রহমানসহ অন্যান্যরা।

বক্তাগণ আরও বলেন সারা দেশে ২’শ টি উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও দাবির সাথে সবাই একমত পোষণ করে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, ভূদেব বর্মন, মোঃ সাজেদুল করিম, অফিস সহকারী ও নৈশ প্রহরী মোঃ রবিউল ইসলাম।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *