পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫”এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসাবে বেলুন উঁড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে হলে খেলাধুলাসহ সকল ধরনের এক্সট্রা কারিকুলামের সাথে যুক্ত থাকতে হবে। খেলাধুলার মাধ্যমেই ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখা এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা ড. মো. রাশেদুল হক, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শফিউল আজম ও শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. এনামুল হক।
প্রতিযোগিতায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মাঠে খেলা উপভোগ করেন। বুধবার ২৬ ফেব্রুয়ারি বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার সমাপণী করা হবে।