পাবনায় ভোক্তার ভ্রাম্যমান অভিযান ১ লক্ষ ২০ হাজার জরিমানা

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : দ্রবমুল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনার সুজানগরে বাজার তদারকিমুলক অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে অভিযানে ভোক্তা আইন ২০০৯ অনুযায়ী সুজানগর ও চিনাখড়া বাজারে সরকার নির্ধারিত মুল্য অপেক্ষা বোতলজাত সয়াবিন বেশি দামে বিক্রয় করার অপরাধে মেসার্স শহিদ স্টোরকে নগদ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই অপরাধে জোয়ার্দার স্টোরকে ১০ হাজার, নাজমুল স্টোরে খোলা সয়াবিনের মুল্য তালিকা না থাকায় ৫ হাজার এবং সুজানগর পৌর সদর বাজারে মুল্য তালিকা না রাখা, বোতল থেকে দাম বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা, মেসার্স জাহাঙ্গীর খোলা সয়াবিন বেশি দামে বিক্রি এবং ভাউচার না রাখায় ৫ হাজার টাকা, ঘোষ স্টোরে মুল্য তালিকা না থাকা, গুদমে নকল চিনিগুড়া চাউল, তেলের মুল্য বেশি রাখা, সিগারেটসহ এসব পণ্যর কোন ভাউচার না রেখে গুদামজাত করে দোকানে বিক্রয় করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয। এছাড়াও মেসার্স ভাই ভাই স্টোর রুপচাদা ডিলার দোকানে তেলের অনান্য পন্য ক্রয়ে বাধ্য করায় ১৫ হাজার সহ মোট ৭ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে পাবনা ব্যাটেলিয়নের একটি চৌকস দল সহায়তা করেন। ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রেণে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *